মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৭৭
যেদিক থেকে ইচ্ছা নারীদের সাথে সহবাস করা জায়েয়
হাদীস নং- ২৭৭

উম্মুল মুমিনীন হযরত হাফসা (রাযিঃ) থেকে বর্ণিত, এক মহিলা তাঁর নিকট আগমণ করে বলল, আমার স্বামী আমার সম্মুখে ও পিছন দিক থেকে (সহবাসের সময়) মিলিত হয়ে থাকে, কিন্তু এটা আমি অপসন্দ করি। এ ঘটনা নবী করীম (ﷺ)-এর নিকট পৌঁছলে তিনি বলেন। এতে কোন অসুবিধা নেই যদি স্থান একটিই হয়।
عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ يُوسُفَ بْنِ مَاهِكَ، عَنْ حَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ امْرَأَةً أَتَتْهَا فَقَالَتْ: إِنَّ زَوْجِي يَأْتِينِي مُجَنَّبَةً فَكَرِهْتُهُ، فَبَلَغَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا بَأْسَ إِذَا كَانَ فِي صِمَامٍ وَاحِدٍ»