মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৭. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৪৯
হজ্ব - উমরার অধ্যায়
কংকর নিক্ষেপের বর্ণনা
হাদীস নং-২৪৯
হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) স্বীয় পরিবারের দুর্বলদেরকে (মহিলা, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ) দ্রুত রওয়ানা করিয়ে দেন এবং তাঁদেরকে বলে দেন যে, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তারা যেন জামরায় আকাবায় রামী বা কংকর নিক্ষেপ না করে।
হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) স্বীয় পরিবারের দুর্বলদেরকে (মহিলা, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ) দ্রুত রওয়ানা করিয়ে দেন এবং তাঁদেরকে বলে দেন যে, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তারা যেন জামরায় আকাবায় রামী বা কংকর নিক্ষেপ না করে।
كتاب الحج
بيان الرمي ووقته
عَنْ سَلَمَةَ، عَنِ الْحَسَنِ الْعُرَنِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ عَجَّلَ ضَعَفَةَ أَهْلِهِ، وَقَالَ لَهُمْ: «لَا تَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»
হাদীস নং: ২৫০
হজ্ব - উমরার অধ্যায়
কংকর নিক্ষেপের বর্ণনা
হাদীস নং-২৫০
হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (ﷺ) স্বীয় পরিবারবর্গের দুর্বল লোকদেরকে আগে প্রেরণ করেন এবং তাদেরকে বলেন সূর্য উদয় না হওয়া পর্যন্ত জামরায়ে আকাবায় কংকর নিক্ষেপ করবে না।
হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (ﷺ) স্বীয় পরিবারবর্গের দুর্বল লোকদেরকে আগে প্রেরণ করেন এবং তাদেরকে বলেন সূর্য উদয় না হওয়া পর্যন্ত জামরায়ে আকাবায় কংকর নিক্ষেপ করবে না।
كتاب الحج
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عمر رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعَفَةَ أَهْلِهِ، وَقَالَ لَهُمْ: «لَا تَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»