মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৫০
কংকর নিক্ষেপের বর্ণনা
হাদীস নং-২৫০

হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (ﷺ) স্বীয় পরিবারবর্গের দুর্বল লোকদেরকে আগে প্রেরণ করেন এবং তাদেরকে বলেন সূর্য উদয় না হওয়া পর্যন্ত জামরায়ে আকাবায় কংকর নিক্ষেপ করবে না।
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عمر رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعَفَةَ أَهْلِهِ، وَقَالَ لَهُمْ: «لَا تَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»

হাদীসের ব্যাখ্যা:

হানাফী মাযহাব অনুযায়ী রাতে কংকর নিক্ষেপ করা জায়েয নয়। এমনিভাবে তাওয়াফে ইফাযা (افاضه) সুবহে সাদিকের পূর্বে জায়েয নয়। কিন্তু শাফিঈ ও হাম্বলী মাযহারে অর্ধরাতের পর কংকর নিক্ষেপ জায়েয। উপরোক্ত দু'টি হাদীস হানাফী ও মালিকী মাযহাবের দলীল হিসেবে প্রমাণ করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৫০ | মুসলিম বাংলা