মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৪৯
কংকর নিক্ষেপের বর্ণনা
হাদীস নং-২৪৯

হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) স্বীয় পরিবারের দুর্বলদেরকে (মহিলা, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ) দ্রুত রওয়ানা করিয়ে দেন এবং তাঁদেরকে বলে দেন যে, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তারা যেন জামরায় আকাবায় রামী বা কংকর নিক্ষেপ না করে।
بيان الرمي ووقته
عَنْ سَلَمَةَ، عَنِ الْحَسَنِ الْعُرَنِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ عَجَّلَ ضَعَفَةَ أَهْلِهِ، وَقَالَ لَهُمْ: «لَا تَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»

হাদীসের ব্যাখ্যা:

এই আমলের মধ্যে ফায়দা হলো এই যে, ভিড়ের পূর্বেই রামী বা কংকর নিক্ষেপ
থেকে অবসর হতে পারা। এরশাদুস-সারী গ্রন্থে এটা বর্ণিত আছে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৪৯ | মুসলিম বাংলা