মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৭. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩৬
মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া
হাদীস নং-২৩৬
হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রাযিঃ) বলেন: রাসূলূল্লাহ (ﷺ) একবার নিদ্রিত ছিলেন এবং আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করতে ছিলাম যে, হালাল ব্যক্তির (যে ইহরাম অবস্থায় নয়) শিকার করা গোশত মুহরিম (ইহরামরত ব্যক্তি) খেতে পারবে কিনা। আমাদের কথাবার্তার আওয়ায এত উচ্চস্বরে হচ্ছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) জেগে উঠেন এবং বলেনঃ তোমরা কি বিষয় নিয়ে ঝগড়া করছ? তখন আমরা উক্ত ঘটনাটি বললাম। হযরত তালহা (রাযিঃ) বলেনঃ তখন আঁ হযরত (ﷺ) আমাদেরকে তা খাওয়ার অনুমতি প্রদান করেন।
হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রাযিঃ) বলেন: রাসূলূল্লাহ (ﷺ) একবার নিদ্রিত ছিলেন এবং আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করতে ছিলাম যে, হালাল ব্যক্তির (যে ইহরাম অবস্থায় নয়) শিকার করা গোশত মুহরিম (ইহরামরত ব্যক্তি) খেতে পারবে কিনা। আমাদের কথাবার্তার আওয়ায এত উচ্চস্বরে হচ্ছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) জেগে উঠেন এবং বলেনঃ তোমরা কি বিষয় নিয়ে ঝগড়া করছ? তখন আমরা উক্ত ঘটনাটি বললাম। হযরত তালহা (রাযিঃ) বলেনঃ তখন আঁ হযরত (ﷺ) আমাদেরকে তা খাওয়ার অনুমতি প্রদান করেন।
باب اكل المحرم لحم الصيد
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: تَذَاكَرْنَا لَحْمَ صَيْدٍ يَصِيدُهُ الْحَلَالُ، فَيَأْكُلُهُ الْمُحْرِمُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَائِمٌ، فَارْتَفَعَتْ أَصْوَاتُنَا، فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وقَالَ: " فِيمَ يَتَنَازَعُونَ؟ فَقُلْنَا: فِي لَحْمِ صَيْدٍ يَصِيدُهُ الْحَلَالُ، فَيَأْكُلُهُ الْمُحْرِمُ؟ قَالَ: «فَأَمَرَنَا بِأَكْلِهِ»
হাদীস নং:২৩৭
মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া
হাদীস নং-২৩৭
হযরত আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমি নবী করীম (ﷺ)-এর একদল সাহাবার সাথে গমন করি এবং সমগ্র দলের মধ্যে আমি ছাড়া কোন ব্যক্তি ইহরামবিহীন ছিলেন না (অন্য সবাই ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন)। এরপর একদল বন্য গাধার প্রতি আমার দৃষ্টি পড়ল। আমি সামনে এগিয়ে আমার ঘোড়ার উপর আরোহণ করি কিন্তু জলদি করার কারণে চাবুকের কথা ভুলে যাই। আমি আমার সাথীদেরকে বললাম, আমার চাবুকটি একটু উঠিয়ে দিন। কিন্তু তারা অস্বীকার করেন। তখন আমি নিজেই নেমে আমার চাবুক নিলাম। অতঃপর আমি গাধাগুলোর পিছনে অনুসরণ করতে লাগলাম, অবশেষে এগুলোর মধ্য থেকে একটি শিকার করলাম। এরপর ঐ শিকারের গোশত আমিও খেয়েছি এবং তারাও (সাহাবগণ) খেয়েছেন।
হযরত আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমি নবী করীম (ﷺ)-এর একদল সাহাবার সাথে গমন করি এবং সমগ্র দলের মধ্যে আমি ছাড়া কোন ব্যক্তি ইহরামবিহীন ছিলেন না (অন্য সবাই ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন)। এরপর একদল বন্য গাধার প্রতি আমার দৃষ্টি পড়ল। আমি সামনে এগিয়ে আমার ঘোড়ার উপর আরোহণ করি কিন্তু জলদি করার কারণে চাবুকের কথা ভুলে যাই। আমি আমার সাথীদেরকে বললাম, আমার চাবুকটি একটু উঠিয়ে দিন। কিন্তু তারা অস্বীকার করেন। তখন আমি নিজেই নেমে আমার চাবুক নিলাম। অতঃপর আমি গাধাগুলোর পিছনে অনুসরণ করতে লাগলাম, অবশেষে এগুলোর মধ্য থেকে একটি শিকার করলাম। এরপর ঐ শিকারের গোশত আমিও খেয়েছি এবং তারাও (সাহাবগণ) খেয়েছেন।
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: " خَرَجْتُ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْسَ فِي الْقَوْمِ حَلَالٌ غَيْرِي، فَنَظَرْتُ نَعَامَةً، فَسِرْتُ إِلَى فَرَسِي، فَرَكِبْتُهَا وَعَجِلْتُ عَنْ سَوْطِي، فَقُلْتُ لَهُمْ: نَاوِلُونِيهِ فَأَبَوْهُ، فَنَزَلْتُ عَنْهَا، فَأَخَذْتُ سَوْطِي، فَطَلَبْتُ النَّعَامَةَ، فَأَخَذْتُ مِنْهَا لَحْمًا، فَأَكَلْتُ وَأَكَلُوا "