মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৭. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩৮
হজ্ব - উমরার অধ্যায়
ইহরামরত ব্যক্তির জন্য কোন জীব হত্যা করা জায়েয
হাদীস নং-২৩৮

হযরত ইবনে উমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: মুহরিম বা ইহুরামরত ব্যক্তি ইঁদুর, সাপ, কুকুর, চিল এবং বিচ্ছু মারতে পারবে।
كتاب الحج
باب ما يجوز للمحرم قتله
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقْتُلُ الْمُحْرِمُ الْفَأْرَةَ وَالْحَيَّةَ وَالْكَلْبَ الْعَقُورَ وَالْحِدَأَةَ وَالْعَقْرَبَ»