মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৭. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৩৬
মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া
হাদীস নং-২৩৬
হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রাযিঃ) বলেন: রাসূলূল্লাহ (ﷺ) একবার নিদ্রিত ছিলেন এবং আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করতে ছিলাম যে, হালাল ব্যক্তির (যে ইহরাম অবস্থায় নয়) শিকার করা গোশত মুহরিম (ইহরামরত ব্যক্তি) খেতে পারবে কিনা। আমাদের কথাবার্তার আওয়ায এত উচ্চস্বরে হচ্ছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) জেগে উঠেন এবং বলেনঃ তোমরা কি বিষয় নিয়ে ঝগড়া করছ? তখন আমরা উক্ত ঘটনাটি বললাম। হযরত তালহা (রাযিঃ) বলেনঃ তখন আঁ হযরত (ﷺ) আমাদেরকে তা খাওয়ার অনুমতি প্রদান করেন।
হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রাযিঃ) বলেন: রাসূলূল্লাহ (ﷺ) একবার নিদ্রিত ছিলেন এবং আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করতে ছিলাম যে, হালাল ব্যক্তির (যে ইহরাম অবস্থায় নয়) শিকার করা গোশত মুহরিম (ইহরামরত ব্যক্তি) খেতে পারবে কিনা। আমাদের কথাবার্তার আওয়ায এত উচ্চস্বরে হচ্ছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) জেগে উঠেন এবং বলেনঃ তোমরা কি বিষয় নিয়ে ঝগড়া করছ? তখন আমরা উক্ত ঘটনাটি বললাম। হযরত তালহা (রাযিঃ) বলেনঃ তখন আঁ হযরত (ﷺ) আমাদেরকে তা খাওয়ার অনুমতি প্রদান করেন।
باب اكل المحرم لحم الصيد
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: تَذَاكَرْنَا لَحْمَ صَيْدٍ يَصِيدُهُ الْحَلَالُ، فَيَأْكُلُهُ الْمُحْرِمُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَائِمٌ، فَارْتَفَعَتْ أَصْوَاتُنَا، فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وقَالَ: " فِيمَ يَتَنَازَعُونَ؟ فَقُلْنَا: فِي لَحْمِ صَيْدٍ يَصِيدُهُ الْحَلَالُ، فَيَأْكُلُهُ الْمُحْرِمُ؟ قَالَ: «فَأَمَرَنَا بِأَكْلِهِ»
হাদীসের ব্যাখ্যা:
ব্যাখ্যা : উপরোক্ত হাদীসের দ্বারা প্রমাণিত হয় যে, যদি ইহরামবিহীন ব্যক্তি শিকার করে, তাহলে ইহুরামরত ব্যক্তি নিঃসন্দেহে ঐ শিকারের গোশত খেতে পারবে। এটা তার জন্য হালাল। তবে হযরত আবী কাতাদা (রা)-এর বর্ণিত হাদীসের মর্মানুযায়ী (যা পরে বর্ণনা করা হবে) শর্ত হলো এই যে, ইহরামরত ব্যক্তি শিকারের জন্য ইহরামবিহীন ব্যক্তিকে ইঙ্গিত অথবা কোন প্রকার সাহায্য করতে পারবে না। নতুবা এই শিকার তার জন্য এরূপ হারাম হয়ে যাবে যেন সে নিজেই তা শিকার করেছে।
