মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৩৫
মুহরিম ব্যক্তির জন্য সুগন্ধি ব্যবহার
হাদিস নং - ২৩৫

হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত কাছে, তিনি বলেনঃ হে আল্লাহর নবী! লোকজন হজ্জ ও উমরা আদায় করে যাবে এবং আমি শুধু হজ্জ করব? তখন নবী করীম (ﷺ) হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর (রাযিঃ)-কে নির্দেশ দিয়ে বলেনঃ তাকে তানঈম নিয়ে যাও। সেখানে গিয়ে সে উমরার জন্য ইহরাম বাঁধবে এবং উমরা আদায় করার পর শীঘ্র আমার সাথে মিলিত হবে। আমি বাতনে আকাবায় তোমাদের জন্য অপেক্ষা করব।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، يَصْدُرُ النَّاسُ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَأَصْدُرُ بِحَجَّةٍ؟ فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، فَقَالَ: «انْطَلِقْ بِهَا، فَلْتُهِلَّ، ثُمَّ لِتَفْرُغْ مِنْهَا، ثُمَّ لِتَعْجَلْ عَلَيَّ، فَإِنِّي أَنْتَظِرُهَا بِبَطْنِ الْعَقَبَةِ»

হাদীসের ব্যাখ্যা:

ব্যাখ্যা পূর্ববর্তী হাদীসে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে।