মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫২
সওয়ারী বা বাহনের উপর নামায
১৫২।হযরত মুজাহিদ (রাহঃ) বলেনঃ মক্কা থেকে মদীনা গমনের সময় আমি হযরত ইবনে উমর (রাযিঃ)-এর সাথী ছিলাম। তিনি নিজের সাওয়ারীর (উটের) উপর বসে মদীনার দিকে মুখ করে নামায আদায় করেন। (রুকু ও সিজদার জন্য) তিনি ইশারা করতেন। কিন্তু ফরয ও বিতর সওয়ারী থেকে অবতরণ করে পড়তেন। মুজাহিদ (রাহঃ) বলেন: মদীনার দিকে সওয়ারীর মুখমণ্ডল থাকা অবস্থায় (কিবলা থেকে অন্যদিকে) সওয়ারীর উপর নামায পড়া সম্পর্কে আমি তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বলেলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সওয়ারীর উপর নফল নামায আদায় করতেন এ অবস্থায় যে, মুখ যে দিকে হোক না কেন এবং তিনি রুকু ও সিজদা ইশারা করে আদায় করতেন।
عَنْ حَمَّادٍ، عَنْ مُجَاهِدٍ: أَنَّهُ صَحِبَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ، فَصَلَّى عَلَى رَاحِلَتِهِ قَبْلَ الْمَدِينَةِ يُومِي إِيمَاءً إِلَّا الْمَكْتُوبَةَ وَالْوِتْرَ، فَإِنَّهُ كَانَ يَنْزِلُ لَهُمَا عَنْ دَابَّتِهِ، قَالَ: فَسَأَلْتُهُ عَنْ صَلَاتِهِ عَلَى رَاحِلَتِهِ، وَوَجْهُهُ إِلَى الْمَدِينَةِ؟ فَقَالَ لِي: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصلِّي عَلَى رَاحِلَتِهِ تَطَوُّعًا حَيْثُ كَانَ وَجْهُهُ، يُومِي إِيمَاءً»