মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৯
সফরে (ভ্রমণে) নামায কসর করা
১৪৯। হযরত আনাস ইবনে মালিক (রাযিঃ) বলেন : আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মদীনায় যোহর নামায চার রাকাআত আদায় করেছি এবং যুল-হুলায়ফাতে আসরের নামায দু'রাকাআত আদায় করেছি।
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»
হাদীস নং:১৫০
সফরে (ভ্রমণে) নামায কসর করা
১৫০। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) বলেনঃ রাসুলুল্লাহ্ (ﷺ) সফরে দু'রাকাআত পড়তেন এবং হযরত আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) এর উপর অতিরিক্ত কিছু করতেন না।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصلِّي فِي السَّفَرِ رَكْعَتَيْنِ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، لَا يَزِيدُونَ عَلَيْهِ»
হাদীস নং:১৫১
সফরে (ভ্রমণে) নামায কসর করা
১৫১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) সম্পর্কে বর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি তাঁর নিকট এসে বলল, হযরত উসমান (রাযিঃ) মিনার নামায চার রাকাআত পড়েছেন, তখন তিনি বললেনঃ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (অতঃপর বলেন) আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে দু'রাকাআত, হযরত আবু বকর (রাযিঃ)-এর সাথে দু'রাকাআত এবং হযরত উমর (রাযিঃ)-এর সাথে দু'রাকাআত নামায পড়েছি, এরপর [হযরত ইবনে মাসউদ (রাযিঃ)] হযরত উসমান (রাযিঃ)-এর সাথে নামাযে অংশগ্রহণ করেন এবং তাঁর সাথে চার রাকাআত নামায পড়েন। ফলে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, আপনি এ ব্যাপারে إِنَّا لِلَّهِ পড়েছেন অথচ আপনি নিজেই চার রাকাআত পড়েছেন? তিনি উত্তরে বলেনঃ এটা খিলাফতের আদব রক্ষা করা হয়েছে। অতঃপর তিনি বলেনঃ হযরত উসমান (রাযিঃ) হলেন প্রথম ব্যক্তি, যিনি মিনায় চার রাকাআত পড়েছেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ أَتَى فَقِيلَ: صَلَّى عُثْمَانُ بِمِنًى أَرْبَعًا، فَقَالَ: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، " صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، وَمَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ رَكْعَتَيْنِ، وَمَعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ رَكْعَتَيْنِ، ثُمَّ حَضَرَ الصَّلَاةَ مَعَ عُثْمَانَ، فَصَلَّى مَعَهُ أَرْبَعَ رَكَعَاتٍ، فَقِيلَ لَهُ: اسْتَرْجَعْتَ، قُلْتَ مَا قُلْتَ، ثُمَّ صَلَّيْتَ أَرْبَعًا قَالَ: الْخِلَافَةُ، ثُمَّ قَالَ: وَكَانَ أَوَّلَ مَنْ أَتَمَّهَا أَرْبَعًا بِمِنًى "