মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৪৯
সফরে (ভ্রমণে) নামায কসর করা
১৪৯। হযরত আনাস ইবনে মালিক (রাযিঃ) বলেন : আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মদীনায় যোহর নামায চার রাকাআত আদায় করেছি এবং যুল-হুলায়ফাতে আসরের নামায দু'রাকাআত আদায় করেছি।
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস হযরত আনাস (রা) থেকে ইমাম তিরমিযী রিওয়ায়েত করেছেন। তিরমিযী এই হাদীসকে সহীহ্ বলে উল্লেখ করেছেন। হাদীসটি সফরে নামায কসর পড়া সম্পর্কে সুস্পষ্ট দলীল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান