মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৬
মহিলাদের কোন কল্যাণকর কাজে এবং সমস্ত মুসলমানদের দু'আয় অংশগ্রহণের
উদ্দেশ্যে গমনের অনুমতি
১৪৬। হযরত উম্মে আতিয়্যা (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ)-এর পক্ষ থেকে। মহিলাদেরকে দু ঈদের নামাযে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। ফলে দুটি বালিকা একটি কাপড়ে (ওড়না) আবৃত হয়ে বের হতো। এমনকি ঋতুবতী মহিলাও বের হতো এবং মানুষ থেকে দূরে গিয়ে পৃথক হয়ে বসত। এ সমস্ত মহিলা দুআর মধ্যে অংশগ্রহণ করত কিন্তু নামায পড়ত না।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، مَنْ سَمِعَ , أُمَّ عَطِيَّةَ، تَقُولُ: «رُخِّصَ لِلنِّسَاءِ فِي الْخُرُوجِ إِلَى الْعِيدَيْنِ، حَتَّى لَقَدْ كَانَتِ الْبِكْرَانِ تَخْرُجَانِ فِي الثَّوْبِ الْوَاحِدِ، حَتَّى لَقَدْ كَانَتِ الْحَايِضُ تَخْرُجُ، فَتَجْلِسُ فِي عُرْضِ النَّاسِ يَدْعُونَ وَلَا يُصَلِّينَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৪৭
মহিলাদের কোন কল্যাণকর কাজে এবং সমস্ত মুসলমানদের দু'আয় অংশগ্রহণের
উদ্দেশ্যে গমনের অনুমতি
১৪৭। হযরত উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেন : ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযে মহিলাদের অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করা হয়েছিল। অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, ঋতুবতী মহিলাও বের হতো কিন্তু অন্যান্য মহিলাদের থেকে পৃথক হয়ে বসত এবং উভয় ঈদে দুআয় অংশগ্রহণ করত ।
অপর এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ প্রদান করেন যে, আমরা ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন (পর্দার সাথে) ঋতুবতী মহিলাদেরকেও ঈদগাহে নিয়ে যাই। অবশ্য ঋতুৰতী মহিলা নামায থেকে দূরে থাকত কিন্তু অন্যান্য ইবাদত ও দুআয় অংশগ্রহণ করত। একজন মহিলা বলল, হে আল্লাহর রাসূল! যদি আমাদের মধ্যে কারো ওড়না না থাকে? তখন তিনি বললেনঃ তাকে তার কোন বোন (বা সাথী) স্বীয় চাদরের মধ্যে শরীক করে নিবে।
عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كَانَ يُرَخِّصُ فِي الْخُرُوجِ إِلَى الْعِيدَيْنِ مِنَ الْفِطْرِ وَالْأَضْحَى» ، وَفِي رِوَايَةٍ، قَالَتْ: «إنْ كَانَ الطَّامِثُ تَخْرُجُ، فَتَجْلِسُ فِي عُرْضِ النِّسَاءِ، فَتَدْعُو فِي الْعِيدَيْنِ» .
وَفِي رِوَايَةٍ، قَالَتْ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ نُخْرِجَ يَوْمَ النَّحْرِ، وَيَوْمَ الْفِطْرِ ذَوَاتِ الْخُدُورِ وَالْحُيَّضَ، فَأَمَّا الْحُيَّضُ، فَيَعْتَزِلْنَ الصَّلَاةَ وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ» .
فَقَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ، إِذَا كَانَتْ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا أُخْتَهَا مِنْ جِلْبَابِهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা