মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৪
জুমুআর রাত এবং ঐ রাতে মৃত্যুবরণকারীর ফযীলত
১৪৪। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : জুমুআর এমন কোন রাত অতিবাহিত হয় না যে রাতে আল্লা, জাল্লা শানুহু যীয় মাখলুকের বা সৃষ্টিজগতের দিকে (রহমত ও স্নেহ- সহানুভূতির দৃষ্টিতে) তিনবার দেখে না থাকেন। আল্লাহ্ (রাতে) ঐ ব্যক্তিকে ক্ষমা করে থাকেন যিনি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেন না।
عَنْ قَيْسٍ، عَنْ طَارِقٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ لَيْلَةِ جُمُعَةٍ إِلَّا وَيَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ ثَلَاثَ مَرَّاتٍ يغفر الله لمن لا يشرك به شيأ
হাদীস নং:১৪৫
জুমুআর রাত এবং ঐ রাতে মৃত্যুবরণকারীর ফযীলত
১৪৫। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন যে ব্যক্তি জুমুআর দিন মৃত্যুবরণ করবে, সে কবরের আযাব থেকে নিরাপদ থাকবে।
عَنِ الْهَيْثَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ وُقِيَ مِنْ عَذَابِ الْقَبْرِ»