মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৪৪
জুমুআর রাত এবং ঐ রাতে মৃত্যুবরণকারীর ফযীলত
১৪৪। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : জুমুআর এমন কোন রাত অতিবাহিত হয় না যে রাতে আল্লা, জাল্লা শানুহু যীয় মাখলুকের বা সৃষ্টিজগতের দিকে (রহমত ও স্নেহ- সহানুভূতির দৃষ্টিতে) তিনবার দেখে না থাকেন। আল্লাহ্ (রাতে) ঐ ব্যক্তিকে ক্ষমা করে থাকেন যিনি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেন না।
عَنْ قَيْسٍ، عَنْ طَارِقٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ لَيْلَةِ جُمُعَةٍ إِلَّا وَيَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ ثَلَاثَ مَرَّاتٍ يغفر الله لمن لا يشرك به شيأ

হাদীসের ব্যাখ্যা:

অধিকাংশ উলামায়ে কিরামের মতে হাদীসে বর্ণিত গুনাহর দ্বারা ছোট গুনাহের কথা বর্ণনা করা হয়েছে, গুনাহ কবীরা বা বড় গুনাহ নয়। কেননা কবীরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। কেউ কেউ এর মধ্যে কবীরা গুনাহ্ও অন্তর্ভুক্ত করে থাকেন। তবে যে গুনাহ বান্দার সাথে সম্পৃক্ত, তা সর্বসম্মতিক্রমে এর থেকে বহির্ভুক্ত। কেননা এটা মাফ করা বা না করা বান্দার উপর নির্ভর করে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৪৪ | মুসলিম বাংলা