মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৪৫
জুমুআর রাত এবং ঐ রাতে মৃত্যুবরণকারীর ফযীলত
১৪৫। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন যে ব্যক্তি জুমুআর দিন মৃত্যুবরণ করবে, সে কবরের আযাব থেকে নিরাপদ থাকবে।
عَنِ الْهَيْثَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ وُقِيَ مِنْ عَذَابِ الْقَبْرِ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত ইবনে উমর (রা) থেকে তিরমিযী ও বায়হাকীর বর্ণনায় ليلة الجمعة অতিরিক্ত রয়েছে। অর্থাৎ এই হাদীসে বলা হয়েছে, যে ব্যক্তি জুমুআর দিন অথবা রাতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কোন কোন রিওয়ায়েতে বর্ণনা করা হয়েছে যে, ঐ ব্যক্তি আল্লাহর সাথে এভাবে মিলিত হবে যে, তার কোন হিসেব নেয়া হবে না। হাকেম ও তিরমিযী (র)-এর ব্যাখ্যা এভাবে করেছেন যে, জুমুআর দিন দোযখের দরজা বন্ধ করে দেওয়া হয়, এর কঠোরতা হ্রাস পায়, এর প্রজ্জ্বলিত অগ্নিশিখা নিস্তেজ হয়ে পড়ে। সুতরাং এরূপ পবিত্র দিনে কেউ যদি মৃত্যুবরণ করে, তবে তার সৌভাগ্যের কারণে তার উপর আযাব রহিত হয়ে যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান