মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৩
যে ব্যক্তি ফজর ও ইশার জামাআতে অংশগ্রহণ করে
১৩৩। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ফজর ও ইশার জামাআতে উপস্থিত হয়, তার জন্য দু'টি মুক্তি (সুসংবাদ) রয়েছে। একটি হলো নিফাক থেকে আর অপরটি হলো শিরক থেকে।
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ شَهِدَ الْفَجْرَ وَالْعِشَاءَ فِي جَمَاعَةٍ، كَانَتْ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النِّفَاقِ، وَبَرَاءَةٌ مِنَ الشِّرْكِ
হাদীস নং:১৩৪
যে ব্যক্তি ফজর ও ইশার জামাআতে অংশগ্রহণ করে
১৩৪। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) রিওয়ায়েত করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত ফজর ও ইশা জামাআতের সাথে আদায় করবে, তার জন্য নিফাক ও শিরক থেকে মুক্তি লিখা হবে।
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ دَاوَمَ أَرْبَعِينَ يَوْمًا على الصلوة الغدوة والعشاء فى جماعة كُتِبَ لَهُ بَرَاءَةٌ مِنَ النِّفَاقِ، وَبَرَاءَةٌ مِنَ الشِّرْكِ»
হাদীস নং:১৩৫
যে ব্যক্তি ফজর ও ইশার জামাআতে অংশগ্রহণ করে
১৩৫। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) মহিলাদেরকে ফজর ও ইশার জামাআতে উপস্থিত হওয়ার জন্য অনুমতি প্রদান করেছেন। এক ব্যক্তি (এটা শুনে) বললেন, [অন্য রিওয়ায়েতে জানা যায় যে, এই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) -এর পুত্র হযরত বিলাল (রাযিঃ) ছিলেন] লোকজন এই সুযোগকে এখন প্রতারণার কাজে লাগাবে। তখন হযরত ইবনে উমর (রাযিঃ) (ক্রোধান্বিত হয়ে) বলেনঃ আমি তোমার নিকট রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস বর্ণনা করছি, অথচ তুমি এরূপ বলছ।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهيمَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي الْخُرُوجِ لِصَلَاةِ الْغُدْوَةِ وَالْعِشَاءِ لِلنِّسَاءِ» .
فَقَالَ رَجُلٌ: إِذًا يَتَّخِذُونَهُ دَغَلًا، فَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أُخْبِرُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقُولُ هَذَا!