মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৩৪
যে ব্যক্তি ফজর ও ইশার জামাআতে অংশগ্রহণ করে
১৩৪। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) রিওয়ায়েত করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত ফজর ও ইশা জামাআতের সাথে আদায় করবে, তার জন্য নিফাক ও শিরক থেকে মুক্তি লিখা হবে।
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ دَاوَمَ أَرْبَعِينَ يَوْمًا على الصلوة الغدوة والعشاء فى جماعة كُتِبَ لَهُ بَرَاءَةٌ مِنَ النِّفَاقِ، وَبَرَاءَةٌ مِنَ الشِّرْكِ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে বারায়াত (برائة) লিখার জন্য চল্লিশ দিন এই জন্য নির্ধারণ করা হয়েছে যে, যাতে চল্লিশ দিন একাধারে জামাআতে অংশগ্রহণ করে। কেননা এতদিন একটি কাজ একাধারে করা হলে মানুষ ঐ কাজে অভ্যস্ত হয়ে যায় এবং তার সম্পর্কে এই ধারণা পোষণ করা যায় যে, সে এই অভ্যাস কখনো পরিত্যাগ করবে না।