মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০০
নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে না
১০০। হযরত আনাস (রাযিঃ) বলেন : নবী করীম (ﷺ), হযরত আবু বকর (রাযিঃ) এবং হযরত উমর (রাযিঃ) উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করতেন না।
عَنْ حَمَّادٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «لَا يَجْهَرُونَ بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»
হাদীস নং:১০১
নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে না
১০১। ইয়াযিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত আছে, একবার হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফফাল (রাযিঃ) কোন একজন ইমামের পিছনে নামায আদায় করেন, নামাযে ইমাম উচ্চস্বরে বিসমিল্লাহ পড়েন। নামায শেষ হওয়ার পর তিনি ইমামকে বলেনঃহে আল্লাহর বান্দা! তুমি তোমার গান (نغمة) বন্ধ কর (উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া বন্ধ কর)। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ), হযরত আবু বকর (রাযিঃ), হযরত উমর (রাযিঃ) এবং হযরত উসমান (রাযিঃ)-এর পিছনে নামায পড়েছি, কিন্তু আমি তাঁদেরকে বিসমিল্লাহ উচ্চস্বরে পড়তে শুনিনি।
হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) একজন সাহাবী ছিলেন। জামে' (جامع) গ্রন্থে বর্ণিত আছে, একটি দল এই হাদীস হযরত ইমাম আবু হানীফা (রাহঃ) থেকে, তিনি আবু সুফিয়ান থেকে, তিনি ইয়াযীদ থেকে, তিনি স্বীয় পিতা আব্দুল্লাহ্ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে এবং তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন ( মোট কথা এই হাদীস মরফু' হিসেবে গণ্য) এবং এটাই সঠিক। কেননা এই হাদীস আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে মশহুর (مشهور) হয়েছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) একজন সাহাবী ছিলেন। জামে' (جامع) গ্রন্থে বর্ণিত আছে, একটি দল এই হাদীস হযরত ইমাম আবু হানীফা (রাহঃ) থেকে, তিনি আবু সুফিয়ান থেকে, তিনি ইয়াযীদ থেকে, তিনি স্বীয় পিতা আব্দুল্লাহ্ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে এবং তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন ( মোট কথা এই হাদীস মরফু' হিসেবে গণ্য) এবং এটাই সঠিক। কেননা এই হাদীস আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে মশহুর (مشهور) হয়েছে।
عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ: " أَنَّهُ صَلَّى خَلْفَ إِمَامٍ، فَجَهَرَ بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: يَا عَبْدَ اللَّهِ، احْبِسْ عَنَّا نِعْمَتَكَ هَذِهِ، فَإِنِّي صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَلْفَ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَلَمْ أَسْمَعْهُمْ يَجْهَرُونَ بِهَا، وَهَذَا صَحَابِيٌّ ".
قَالَ الْجَامِعُ: وَرَوَتْ جَمَاعَةٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي حَنِيفَةَ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قِيلَ: وَهُوَ الصَّوَابُ، لِأَنَّ هَذَا الْخَبَرَ مَشْهُورٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ
قَالَ الْجَامِعُ: وَرَوَتْ جَمَاعَةٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي حَنِيفَةَ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قِيلَ: وَهُوَ الصَّوَابُ، لِأَنَّ هَذَا الْخَبَرَ مَشْهُورٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ
হাদীস নং:১০২
নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে না
১০২। হযরত বারা' (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে ইশার নামায আদায় করি। তিনি এতে সূরা ওয়াত্-ত্বীনে ওয়ায্-যাইতুনে তিলাওয়াত করেন ।
عَنْ عَدِيٍّ، عَنِ الْبَرَاءِ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ، وَقَرَأَ بِالتِّينِ وَالزَّيْتُونِ»
হাদীস নং:১০৩
নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে না
১০৩। হযরত কুতবা ইবনে মালিক (রাযিঃ) বলেনঃ আমি নবী করীম (ﷺ)-কে ফজরের এক রাকাআতে والنخل باسقات لها طلع نضيد পাঠ করতে শুনেছি।
وَمِسْعَرٌ، عَنْ زِيَادٍ، عَنْ قُطْبَةَ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يَقْرَأُ فِي إِحْدَى رَكْعَتَيِ الْفَجْرِ: «وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ»