মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১০৩
নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে না
১০৩। হযরত কুতবা ইবনে মালিক (রাযিঃ) বলেনঃ আমি নবী করীম (ﷺ)-কে ফজরের এক রাকাআতে والنخل باسقات لها طلع نضيد পাঠ করতে শুনেছি।
وَمِسْعَرٌ، عَنْ زِيَادٍ، عَنْ قُطْبَةَ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يَقْرَأُ فِي إِحْدَى رَكْعَتَيِ الْفَجْرِ: «وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসের দৃষ্টিকোণ থেকে হানাফী মাযহাবে ফজর নামাযে তিওয়ালে মুফাস্সাল (طوال مفصل) অর্থাৎ একশ' আয়াত তিলাওয়াত করা সুন্নাত বলা হয়েছে। তাঁদের এই মত হযরত উমর (রা)-এর খিলাফতকালে বিভিন্ন রাজ্যের শাসনকর্তাদের নামে যে দ্বীনি নির্দেশ খলীফার দরবার থেকে জারী করা হয়েছিল, এর উপর নির্ভর করে পেশ করা হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১০৩ | মুসলিম বাংলা