মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১০২
নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে না
১০২। হযরত বারা' (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে ইশার নামায আদায় করি। তিনি এতে সূরা ওয়াত্-ত্বীনে ওয়ায্-যাইতুনে তিলাওয়াত করেন ।
عَنْ عَدِيٍّ، عَنِ الْبَرَاءِ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ، وَقَرَأَ بِالتِّينِ وَالزَّيْتُونِ»

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (সা) ইশার প্রথম রাকাআতে والتين والزيتون এবং দ্বিতীয় রাকাআতে اذا السماء انشقت তিলাওয়াত করেন। তিনি হযরত মুআয (রা)-কে বলেনঃ ইশার নামাযে তুমি কেন সূরা বুরূজ এবং সূরা ইনশিকাক তিলাওয়াত কর না? একই বাক্যের মাধ্যমে এই হাদীস তিরমিযী, নাসাঈ, আহমদ এবং ইমাম মালিক (র) রিওয়ায়েত করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন