মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১০১
নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে না
১০১। ইয়াযিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত আছে, একবার হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফফাল (রাযিঃ) কোন একজন ইমামের পিছনে নামায আদায় করেন, নামাযে ইমাম উচ্চস্বরে বিসমিল্লাহ পড়েন। নামায শেষ হওয়ার পর তিনি ইমামকে বলেনঃহে আল্লাহর বান্দা! তুমি তোমার গান (نغمة) বন্ধ কর (উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া বন্ধ কর)। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ), হযরত আবু বকর (রাযিঃ), হযরত উমর (রাযিঃ) এবং হযরত উসমান (রাযিঃ)-এর পিছনে নামায পড়েছি, কিন্তু আমি তাঁদেরকে বিসমিল্লাহ উচ্চস্বরে পড়তে শুনিনি।
হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) একজন সাহাবী ছিলেন। জামে' (جامع) গ্রন্থে বর্ণিত আছে, একটি দল এই হাদীস হযরত ইমাম আবু হানীফা (রাহঃ) থেকে, তিনি আবু সুফিয়ান থেকে, তিনি ইয়াযীদ থেকে, তিনি স্বীয় পিতা আব্দুল্লাহ্ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে এবং তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন ( মোট কথা এই হাদীস মরফু' হিসেবে গণ্য) এবং এটাই সঠিক। কেননা এই হাদীস আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে মশহুর (مشهور) হয়েছে।
عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ: " أَنَّهُ صَلَّى خَلْفَ إِمَامٍ، فَجَهَرَ بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: يَا عَبْدَ اللَّهِ، احْبِسْ عَنَّا نِعْمَتَكَ هَذِهِ، فَإِنِّي صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَلْفَ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَلَمْ أَسْمَعْهُمْ يَجْهَرُونَ بِهَا، وَهَذَا صَحَابِيٌّ ".
قَالَ الْجَامِعُ: وَرَوَتْ جَمَاعَةٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي حَنِيفَةَ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قِيلَ: وَهُوَ الصَّوَابُ، لِأَنَّ هَذَا الْخَبَرَ مَشْهُورٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম তিরমিযী ও ইবনে মাজাহ হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা)-এর হাদীস রিওয়ায়েত করেছেন। তিরমিযী এই আলোচনাকে দু’অধ্যায়ে বিভক্ত করেছেন। প্রথমতঃ উচ্চস্বর পরিত্যাগ করা সম্পর্কে এবং দ্বিতীয়তঃ উচ্চস্বরে বলা সম্পর্কে। প্রথমে আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা)-এর হাদীস বর্ণনা করেছেন। দ্বিতীয়টির ব্যাখ্যা পূর্বেই দেয়া হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১০১ | মুসলিম বাংলা