মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৩. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪৭
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ গোশত খাওয়ার পর উযূ না করা সম্পর্কে
৪৭।হযরত জাবির (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) শুরুয়াসহ গোশত খেয়েছেন, অতঃপর নামায আদায় করেছেন (কিন্তু নতুনভাবে উযূ করেননি)।
كتاب الطهارات
عن أبي الزبير عن جابر (رض) قـال أكل النبي صلى الله عليه وسلم مرقا بلحم ثم صلى