মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৩. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪৬
পবিত্রতা অর্জনের অধ্যায়
দুধপান করে উযূ না করা সম্পর্কে
৪৬।হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি যে, তিনি। দুধপান করেছেন এবং কুল্লি করে নামায আদায় করেছেন কিন্তু (নতুনভাবে) উযূ করেননি।
كتاب الطهارات
عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، فَتَمَضْمَضَ وَصَلَّى، وَلَمْ يَتَوَضَّأْ»