মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৩. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৮
মিসওয়াক ব্যবহারের নির্দেশ
৪৮। হযরত জাফর ইবনে আবী তালিব (রাযিঃ) বলেন, সাহাবায়ে কিরামের মধ্যে কয়েকজন নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হলেন। তিনি বললেনঃ তোমাদের কি হয়েছে যে, আমি তোমাদের দাঁত হলুদ দেখছি? তোমরা মিসওয়াক কর। যদি আমি আমার উম্মতের উপর এটা কঠোর মনে না করতাম তাহলে প্রত্যেক নামাযে মিসওয়াক করার নির্দেশ প্রদান করতাম।
অন্য এক রিওয়ায়েতে এরূপ বর্ণিত আছে যে, আমি দেখছি, তোমরা আমার নিকট আসছ অথচ তোমাদের দাঁত হলুদ দেখা যাচ্ছে, তোমরা মিসওয়াক কর। যদি আমি আমার উম্মতের উপর এটা কঠোর মনে না করতাম, তাহলে প্রত্যেক নামায বা প্রত্যেক উযূর সময় মিসওয়াক করার নির্দেশ প্রদান করতাম।
অন্য এক রিওয়ায়েতে এরূপ বর্ণিত আছে যে, আমি দেখছি, তোমরা আমার নিকট আসছ অথচ তোমাদের দাঁত হলুদ দেখা যাচ্ছে, তোমরা মিসওয়াক কর। যদি আমি আমার উম্মতের উপর এটা কঠোর মনে না করতাম, তাহলে প্রত্যেক নামায বা প্রত্যেক উযূর সময় মিসওয়াক করার নির্দেশ প্রদান করতাম।
عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ الرَّدَّادِ، عَنْ تَمَّامٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا لِي أَرَاكُمْ قُلْحًا؟ اسْتَاكُوا، فَلَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ» ، وَفِي رِوَايَةٍ: «مَالِي أَرَاكُمْ تَدْخُلُونَ عَلَيَّ قُلْحًا؟ اسْتَاكُوا، فَلَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ أَنْ يَسْتَاكُوا عِنْدَ كُلِّ صَلَاةٍ، أَوْ عِنْدَ كُلِّ وُضُوءٍ»

তাহকীক:
তাহকীক চলমান
