মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
২. ইলম অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৩
ইলম অধ্যায়
ফিকহ-এর জ্ঞান অর্জনের ফযীলত
৩৩। হযরত আবু হানীফা (রাহঃ) বলেন: আমি ৮০ হিজরীতে জন্মগ্রহণ করেছি এবং ৯৬ হিজরীতে আমার পিতার সাথে আমি হজ্বে গিয়েছি। তখন আমার বয়স ছিল ১৬ বছর। যখন আমি মসজিদে হারামে গমন করি, তখন অনেক লোককে একটি মজলিসে বসা দেখতে পেলাম। আমি আমার পিতার নিকট জিজ্ঞাসা করলাম, এই মজলিস কোন বুযুর্গের খাতিরে আয়োজন করা হয়েছে? তিনি বললেন, এ মজলিস নবী করীম (ﷺ)-এর সাহাবী হযরত আব্দুল্লাহ্ ইবনে হারিস ইবনে জায়উয-যুবায়দী (রাযিঃ)-এর জন্য আয়োজন করা হয়েছে। আমি সামনে অগ্রসর হলাম এবং তাঁকে এটা বলতে শুনলাম যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ইরশাদ করতে শুনেছি যে, যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে আল্লাহর দ্বীনের জ্ঞান এবং দ্বীনের ইলম অর্জন করবে, আল্লাহ্ তার জন্য যথেষ্ট হবেন এবং তাকে এরূপ স্থান থেকে রিযিক দান করবেন যা সে ধারণাও করেনি।
كتاب العلم
عن ابي حنيفة وُلِدْتُ سَنَةَ ثَمَانِينَ، وَحَجَجْتُ مَعَ أَبِي سَنَةَ سِتٍّ وَتِسْعِينَ، وَأَنَا ابْنُ سِتَّ عَشْرَةَ سَنَةً، فَلَمَّا دَخَلْتُ الْمَسْجِدَ الْحَرَامَ، وَرَأَيْتُ حَلَقَةً، فَقُلْتُ لِأَبِي: حَلَقَةُ مَنْ هَذِهِ؟ فَقَالَ: حَلَقَةُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَرْثِ بْنِ جَزْءٍ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَقَدَّمْتُ فَسَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ تَفَقَّهَ فِي دِينِ اللَّهِ كَفَاهُ اللَّهُ مَهَمَّهُ وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»
হাদীস নং: ৩৪
ইলম অধ্যায়
ফিকহ-এর জ্ঞান অর্জনের ফযীলত
৩৪। হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত আয়েশা (রাযিঃ)-কে উদ্দেশ্য করে বলেছেনঃ হে আয়েশা! ইল্ম ও কুরআনকে নিজের রীতি-নীতি, চাল-চলন ও আদর্শ হিসেবে গ্রহণ কর।
كتاب العلم
عَنْ إسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ، لِيَكُنْ شِعَارُكِ الْعِلْمَ وَالْقُرْآنَ»