মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
২. ইলম অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৫
ইলম অধ্যায়
যিকিরকারীদের ফযীলত
৩৫। হযরত আলী ইবনে আকমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এক জামাআতের নিকট দিয়ে পথ অতিক্রম করছিলেন এবং ঐ জামাআত আল্লাহর যিকিরে (তিলাওয়াতে কুরআন, তাসবীহ-তাহলীল) মগ্ন ছিল। তিনি তাদেরকে বললেনঃ তোমরা হলে ঐ সমস্ত লোক, যাদের সাথে থাকার জন্য আমি আদিষ্ট হয়েছি এবং তোমাদের মত যারা আল্লাহর যিকিরে বসে, ফিরিশতাগণ তাদেরকে স্বীয় পাখার ছায়ায় নিয়ে থাকেন, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং আল্লাহ তাঁর নিকটে উপস্থিত ফিরিশতাদের সাথে তাদের সম্পর্কে আলোচনা করে থাকেন।
كتاب العلم
عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَرَّ بِقَوْمٍ يَذْكُرُونَ اللَّهَ تَعَالَى، فَقَالَ: «أَنْتُمْ مِنَ الَّذِينَ أُمِرْتُ أَنْ أَصْبِرَ نَفْسِي مَعَهُمْ، وَمَا جَلَسَ عَدْلُكُمْ مِنَ النَّاسِ، فَيَذْكُرُونَ اللَّهَ تَعَالَى، إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ بِأَجْنِحَتِهَا، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ»
তাহকীক:
হাদীস নং: ৩৬
ইলম অধ্যায়
যিকিরকারীদের ফযীলত
৩৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। হযরত রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন সমস্ত উলামায়ে কিরামকে এক জায়গায় একত্রিত করে তাদের উদ্দেশ্যে বলবেন, তোমাদের অন্তরে আমার হিকমত (ইল্ম, কিতাব ও সুন্নত) রাখার কারণ হল, তোমাদের শুভ ও মঙ্গল কামনা করা। সুতরাং তোমরা আজ বেহেশতে প্রবেশ কর। যা কিছু হোক না কেন, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিলাম।
كتاب العلم
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَجْمَعُ اللَّهُ تَعَالَى الْعُلَمَاءَ يَوْمَ الْقِيَامَةِ، فَيَقُولُ: إِنِّي لَمْ أَجْعَلْ حِكْمَتِي فِي قُلُوبِكُمْ إِلَّا وَأَنَا أُرِيدُ بِكُمُ الْخَيْرَ، اذْهَبُوا إِلَى الْجَنَّةِ، فَقَدْ غَفَرْتُ لَكُمْ عَلَى مَا كَانَ مِنْكُمْ