প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৭৪তম পর্ব) – খেয়ে ক্ষমা
বান্দাদের প্রতি আল্লাহর অন্যতম নেয়ামত কী? রিযিক। রিযিক বিভিন্ন ধরনের হতে পারে। তবে রিযিক বলতে আমরা সাধারণত খাবার বুঝি! আল্লাহ তা‘আলাও খাবার অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কুরআন কারীমে বলা হয়েছে: তারা যেন এই কাবার রবের ইবাদত করে? কেন ইবাদত করবে? কারণ, তিনি তাদেরকে আহার দান করেন, বিপদে নিরাপত্তা দান করেন। তারা বছরে দুইবার নিরাপদে ‘বিজনেস ট্যুর’ করতে পারে। কেউ তাদেরকে বাধা দেয় না (কুরাইশ)
খাবার গুরুত্বপূর্ণ বিষয় না হলে, আল্লাহর ইবাদত প্রসঙ্গে খাবারের কথা আনতেন না। কাউকে আহার করালে, বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রশংসা করাটা সামাজিক প্রথায় পরিণত হয়েছে। এটা আসলে সুন্নাত। আল্লাহ তা‘আলাও বিষয়টা পছন্দ করেন। এক্ষেত্রে নবীজির সুস্পষ্ট দিক-নির্দেশনাই আছে:
مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ
খাবার শেষ করে যে বললো:
الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই খাবার খাইয়েছেন, আমার কোনও প্রকার চেষ্টা-ক্ষমতা ছাড়াই তিনি আমাকে এই রিযিক দান করেছেন!
غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
তাহলে তার পূর্বেকার (সগীরা) গুনাহ মাফ করে দেয়া হবে! (তিরমিযী)।
সুবহানাল্লাহ! অবিশ্বাস্য! এই ছোট্ট একটা দু‘আ পড়লেই এত বড় প্রতিদান! আমরা দিনে কয়বার খাই? তিনবার তো বটেই! নিদেনপক্ষে দুইবার তো অবশ্যই! তিনবার করে প্রতিদিন দু‘আটা পড়লে, আমলনামায় গুনাহ বলে কিছু থাকবে? এমন সাফসুতরো আমলনামা নিয়ে কবরে যেতে কোনও ভয় লাগার কথা?
শুধু কি ক্ষমা? দু‘আটার মধ্যে আল্লাহর প্রশংসাও আছে। প্রশংসা এক প্রকারের শুকরিয়া। শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেবার জোর আশ্বাস দিয়েছেন। দু‘আ এক কিন্তু প্রাপ্তি অনেক!
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আত‘আমানি হা-যা ওয়া রাযাকানীহি মিন গাইরে হাওলিম মিন্নী ওয়া লা কুউয়াহ!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
চারটি মহৎ গুণ
...
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
যিলহজ্জ মাসের প্রথম দশকের ফজিলত ও আমল
জিলহজ্জের প্রথম দশদিন ইবাদতের মহান মৌসুম। আল্লাহ তাআলা বছরের অন্যসব দিনের উপর এ দিনগুলোকে মর্যাদা দি...
তাহাজ্জুদ : আল্লাহ তাআলার প্রিয় হওয়ার আমল
অন্য সময়ের ইবাদতে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করি, আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ বান্দাক...

মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন