প্রবন্ধ
এক: নবিজী (সা.) প্রশ্ন করলেন:
-আমি কি তোমাদেরকে রোযা, নামায ও সাদাকার চেয়েও মর্যাদায় উত্তম একটি ইবাদতের কথা বলবো?
-জ্বি, অবশ্যই! ইয়া রাসুলাল্লাহ!
-দূরত্ব সৃষ্টি হওয়া সম্পর্ককে জোড়া লাগিয়ে দেয়া। কারণ এই (দূরত্ব সৃষ্টি হওয়া)-টা ধ্বংসাত্মক।
দুই: এই আমলটার মর্যাদা এত্ত বেশি! রোযা, নামায, সাদাকার চেয়েও? এখন থেকে তো তক্কে তক্কে থাকতে হবে।
তিন: আমলটা হতে পারে, স্বামী-স্ত্রীর মাঝে মিল ঘটিয়ে, পিতা-পুত্রের মাঝে মিল ঘটিয়ে, ভাই-ভাইয়ের মাঝে মিল ঘটিয়ে, বন্ধু-বন্ধুর সাথে মিল ঘটিয়ে, প্রতিবেশি-প্রতিবেশির সাথে মিল ঘটিয়ে, এমনকি দু’জন অপরিচিত ঝগড়াটের মাঝে মিল ঘটিয়েও। বাসে ঝগড়া-কুস্তিরত দুই জন মহাপন্ডিতের মাঝে মিল ঘটিয়েও।
চার: এই আমল দ্বারা আমাদের দ্বীন মযবুত হবে। সমাজ মযবুত হবে। পরিবার মযবুত হবে।
আসুন আগে নিজেদের ঝগড়া মিটিয়ে নেই। আশেপাশের ঝগড়া মিটিয়ে দেই! সুন্নাত যে! নবিজী খুশি হবেন!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ইস্তিগফারের অফুরন্ত ফযীলত
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
কাছরাতে যিকির
...
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন