প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৮ম পর্ব) – আসুন হাদিয়া দেই
এক: কিছু পেতে সবারই ভাল লাগে। আবার কিছু দিতেও ভাল লাগে। এই দেয়া-নেয়ার পালাটাকেই যদি সুন্নাতের মোড়কে ফেলতে পারি, তাহলে দুনিয়া-আখিরাত দুটোতেই লাভ।
দুই: নবিজী (সা.) বলেছেন:
-তোমরা পরস্পরকে হাদিয়া দাও, তাহলে তোমাদের মাঝে ভালবাসা সৃষ্টি হবে।
তিন: হাদিয়া দেয়া মানে কি, দামী কিছু? না, সামান্য একটা বস্তুও হাদিয়া হতে পারে। ছোট্ট একটা বই, পাঁচটাকার একটা গোলাব, একটাকার একটা চকলেট, কমদামী একটা কলমও হাদিয়া হতে পারে।
দাম-ওজন আর আকার মোটেও মূখ্য নয়, মূখ্য হলো আন্তরিকতা-ভালোবাসা আর সুন্নাতের নিয়্যাত।
চার: আনাস বিন মালিক (রা.) বলেছেন:
-বারীরাহ (রা.) একটুকরা সাদাকার গোশত পেলেন। বারীরাহ সেই গোশত নবিজীকে (সা.) হাদিয়া হিশেবে পেশ করলেন।
নবিজী (সা.) হৃষ্টচিত্তে হাদিয়া গ্রহণ করে বললেন:
-এই গোশত বারীরার জন্যে সাদাকা হতে পারে, কিন্তু আমার জন্যে তা হাদিয়া।
পাঁচ: আসুন আমরা নিয়মিত একে অপরকে অল্প কিছু হলেও হাদিয়া দেই। ভাই তার ভাইকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, সন্তান তার পিতামাতাকে। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে। শিষ্য তার উস্তাজকে, এমনকি উস্তাজও তার শিষ্যকে হাদিয়া দেই। শত্রু তার শত্রুকে।
শুধু এই একটি সুন্নাতের মাধ্যমেই আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিতে পারি।
ছয়: আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
সীরাতুন্নবী-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] দু'টি শব্দের সমন্বয়ে সীরাতুন্নবী শব্দটি গঠিত। একটি হল 'সীরাত' অপরটি 'আন...
তাহাজ্জুদ : আল্লাহ তাআলার প্রিয় হওয়ার আমল
অন্য সময়ের ইবাদতে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করি, আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ বান্দাক...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন