প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৬ষ্ঠ পর্ব) – খাবারের শুরুতে বিসমিল্লাহ
এক: খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। আমর বিন আবু সালামাহ বলেছেন:
-আমি নবিজীর কোলে মানুষ হয়েছি। একদিন খেতে বসে আমার হাত খাবারের থালায় এদিক সেদিক ঘুরছিল। নবিজী বললেন:
-বালক! বিসমিল্লাহ পড়ো। ডানহাত দিয়ে খাও। তোমার সামনে থেকে খাও।
দুই: খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে, তার সংশোধনীরও সুযোগ আছে। নবিজী তার সমাধান দিয়ে দিয়েছেন:
-তোমরা যখন খাবার খাবে, বিসমিল্লাহ পড়বে। (শুরুতে) ভুলে গেলে, পড়বে:
= বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আ-খিরিহি।
তিন: বিসমিল্লাহ পড়লে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধে শক্তি সঞ্চয় হয়। খাবারে বরকত হয়।
ইয়া রাব! আমাদেরকে এই সুন্দর সুন্দর, মজার মজার সুন্নাহগুলো নিয়মিত আমলে নিয়ে আসার তাওফীক দান করুন। আমীন।
আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
নামায খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত
...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
যিলহজ্জ মাসের প্রথম দশকের ফজিলত ও আমল
জিলহজ্জের প্রথম দশদিন ইবাদতের মহান মৌসুম। আল্লাহ তাআলা বছরের অন্যসব দিনের উপর এ দিনগুলোকে মর্যাদা দি...
সীরাতুন্নবী-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] দু'টি শব্দের সমন্বয়ে সীরাতুন্নবী শব্দটি গঠিত। একটি হল 'সীরাত' অপরটি 'আন...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন