প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৪র্থ পর্ব) – ইলম তলব করা
এক: নবিজীর (সা.) সবচেয়ে চমৎকার আর মজার সুন্নাত কোনটা?
-আমি বলবো, ইলম তলব করার সুন্নাতটা।
আমরা যখন কিছু পড়ি, তখন খেয়ালই থাকে না, আমরা একটা সুন্নাত আদায় করছি। কী অসাধারণ এক মানুষ আমাদের এই মহানবি। আমাদের প্রতিটা বৈধ কাজকেই তিনি সওয়াবের আওতায় নিয়ে গেছেন।
দুই: আমাদের পেয়ারা নবিজী (সা.) বলেছেন:
-যে ব্যক্তি ইলম তলব করার জন্যে পথ চলবে, আল্লাহ তার জন্যে জান্নাতের পথকে সুগম করে দেন।
তিন: আরে কী অসম্ভব সুন্দর একটা কথা! শিখছি আমার প্রয়োজনে, অথচ হাঁটছি জান্নাতের দিকে! কল্পনা করা যায়?
চার: এই সুন্নাতটা আদায় হতে পারে:
(ক) মসজিদে সামান্য সময়ের জন্যে তালীমে বসে।
(খ) নেটের ছোট্ট একটা লেখা পড়ে।
(গ) দেয়ালের এক লাইনের একটা সুন্দর কথা পড়ে।
(ঘ) এমনকি দ্বীনের খিদমাতের উদ্দেশ্যে পড়া ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের একেকটা তথ্য জানলেও সুন্নাত আদায় হতে থাকবে। ইনশাআল্লাহ।
(ঙ) ফেসবুকের একটা দ্বীনি পোস্ট পড়লেও এই সুন্নাত আদায় হবে।
(চ) অডিও-ভিডিও ওয়াজ শুনলেও একটা সুন্নাত আদায় হয়ে যাবে।
(পাঁচ) জান্নাতে যাওয়া, নবিজীর (সা.) সুপারিশ লাভ করাটা তো খুবই সোজা! আলহামদুলিল্লাহ।
ইয়া রাব! আমাদেরকে এই সুন্দর সুন্দর, মজার মজার সুন্নাহগুলো নিয়মিত আমলে নিয়ে আসার তাওফীক দান করুন। আমীন।
আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ইস্তিগফারের অফুরন্ত ফযীলত
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের...
সুন্নাতে খাতনা : করণীয়-বর্জনীয়
একটি হাদীসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় ইসলামের স্বভাবজাত বৈ...
মিলাদ-কিয়াম এর শরঈ বিধান
...
দুশ্চিন্তা থেকে মুক্তির ১০ আমল
দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আমাদের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ। এটি আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে ...

মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন