ফয়জুল কালাম
যে মুনাফিক কল্যাণের কথা বলে -এর বিষয়সমূহ
২ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৫৩৩৭
তৃতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩৩৭। হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমি এই উম্মতের (অর্থাৎ, আমার উম্মতের) প্রতি ঐ সকল মুনাফেকদের কারণে শংকিত, যাহারা একদিকে উপদেশ ও কল্যাণমূলক কথা বলিবে, অপর দিকে যুলম ও অত্যাচারের ব্যবহার করিবে। —হাদীস তিনটি বায়হাকী শো'আবুল ঈমানে
وَعَن عمر بن الْخَطَّابِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ كُلَّ مُنَافِقٍ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ وَيَعْمَلُ بِالْجَوْرِ» رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»

তাহকীক:
তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৫৩৩৮
তৃতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩৩৮। হযরত মুহাজির ইবনে হাবীব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা বলেনঃ আমি জ্ঞানী ব্যক্তির প্রতিটি কথা গ্রহণ করি না; বরং আমি তাহার নিয়ত ও প্রেরণাকে কবুল করি। সুতরাং যদি তাহার নিয়ত ও প্রেরণা আমার আনুগত্যের অনুকূলে হয়, তাহা হইলে তাহার নীরবতাকে আমি আমার প্রশংসা এবং তাহার জন্য উহাকে স্থিরতা ও সহিষ্ণুতার অন্তর্ভুক্ত করি, যদিও মুখের বাক্য দ্বারা সে কিছুই উচ্চারণ না করিয়া থাকে। – দারেমী
وَعَن المهاجرِ بنِ حبيبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى: إِنِّي لَسْتُ كُلَّ كلامِ الْحَكِيم أتقبَّلُ وَلَكِنِّي أَتَقَبَّلُ هَمَّهُ وَهَوَاهُ فَإِنْ كَانَ هَمُّهُ وَهَوَاهُ فِي طَاعَتِي جَعَلْتُ صَمْتَهُ حَمْدًا لِي وَوَقَارًا وإِنْ لمْ يتكلَّمْ رَوَاهُ الدَّارمِيّ

তাহকীক:
তাহকীক চলমান
