মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৩৭
তৃতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩৩৭। হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমি এই উম্মতের (অর্থাৎ, আমার উম্মতের) প্রতি ঐ সকল মুনাফেকদের কারণে শংকিত, যাহারা একদিকে উপদেশ ও কল্যাণমূলক কথা বলিবে, অপর দিকে যুলম ও অত্যাচারের ব্যবহার করিবে। —হাদীস তিনটি বায়হাকী শো'আবুল ঈমানে
وَعَن عمر بن الْخَطَّابِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ كُلَّ مُنَافِقٍ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ وَيَعْمَلُ بِالْجَوْرِ» رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, নেতৃস্থানীয় লোকের মধ্যে মুনাফেকী চরিত্রের প্রভাব দেখা দিবে। তাহারা জনপ্রিয়তার জন্য প্রতারণামূলক সাধারণের কল্যাণ ও মঙ্গলের কথা বলিবে, কিন্তু কাজে-কর্মে নিজের স্বার্থসিদ্ধি ও সাধারণের প্রতি অন্যায়-অত্যাচারে লিপ্ত থাকিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৩৭ | মুসলিম বাংলা