মুশরিকদের মধ্যে কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর বাণী শুনতে পারে। ৫ তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেবে। ৬ এটা এ কারণে যে, তারা এমন লোক, যাদের জ্ঞান নেই। ৭
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫. এ আয়াত মুশরিকদের চারও শ্রেণীকে তাদের নিজ-নিজ মেয়াদের বাইরে এই সুবিধা দিয়েছে যে, তাদের কেউ যদি অতিরিক্ত সময় চায় এবং ইসলামী দাওয়াত সম্পর্কে চিন্তা করতে ইচ্ছুক হয়, তবে তাকে আশ্রয় দিয়ে আল্লাহর কালাম শোনানো হবে অর্থাৎ ইসলামের সত্যতা সম্পর্কে দলীল-প্রমাণ বোঝানো হবে। (কেননা মূল উদ্দেশ্য তো অমুসলিমদের নিপাত করা নয়; বরং তারা যাতে সত্য দ্বীন গ্রহণ করে নেয়, সেই ব্যবস্থা করা। এর জন্য তাদের সামনে হিদায়াতের বাণী তুলে ধরা ও দলীল-প্রমাণ পরিস্ফুট করে তোলা জরুরি, যাতে তারা সত্য চিনতে সক্ষম হয় এবং মিথ্যা ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণে প্রস্তুত হয়ে যায়। -অনুবাদক)