আল আ'রাফ

সূরা নং: ৭, আয়াত নং: ৮৯

তাফসীর
قَدِ افۡتَرَیۡنَا عَلَی اللّٰہِ کَذِبًا اِنۡ عُدۡنَا فِیۡ مِلَّتِکُمۡ بَعۡدَ اِذۡ نَجّٰنَا اللّٰہُ مِنۡہَا ؕ وَمَا یَکُوۡنُ لَنَاۤ اَنۡ نَّعُوۡدَ فِیۡہَاۤ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا کُلَّ شَیۡءٍ عِلۡمًا ؕ عَلَی اللّٰہِ تَوَکَّلۡنَا ؕ رَبَّنَا افۡتَحۡ بَیۡنَنَا وَبَیۡنَ قَوۡمِنَا بِالۡحَقِّ وَاَنۡتَ خَیۡرُ الۡفٰتِحِیۡنَ

উচ্চারণ

কাদিফ তারাইনা-‘আলাল্লা-হি কাযিবান ইন ‘উদনা-ফী মিল্লাতিকুম বা‘দা ইযনাজ্জানাল্লাহু মিনহা ওয়ামা-ইয়াকূনুলানা আন্না‘ঊদা ফীহা ইল্লা আইঁ ইয়াশাআল্লা-হু রাব্বুনা- ওয়াছি‘আ রাব্বুনা-কুল্লা শাইইন ‘ইলমান ‘আলাল্লা-হি তাওয়াক্কালনা- রাব্বানাফতাহ বাইনানা -ওয়া বাইনা-কাওমিনা-বিলহাক্কিওয়া আনতা খাইরুল ফা-তিহীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আমরা যদি তোমাদের দীনে ফিরে যাই, যখন আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন, তবে তো আমরা আল্লাহর প্রতি অতি বড় মিথ্যারোপ করব। ৫২ বস্তুত তাতে ফিরে যাওয়া আমাদের পক্ষে কখনও সম্ভব নয় হাঁ আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করলে (সেটা ভিন্ন কথা)। ৫৩ আমাদের প্রতিপালক নিজ জ্ঞান দ্বারা সবকিছু বেষ্টন করে রেখেছেন। আমরা আল্লাহরই প্রতি নির্ভর করেছি। হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে ফায়সালা করে দিন। আপনিই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ফায়সালাকারী।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫২. অর্থাৎ তোমাদের ধর্মে ফিরে যাওয়ার অর্থ দাঁড়ায় আমরা তোমাদের ধর্মকে আল্লাহর দেওয়া সত্য ধর্ম বলে স্বীকার করে নেব। অথচ সে ধর্ম সম্পূর্ণ মিথ্যা এবং তা আদৌ আল্লাহ তাআলার পক্ষ হতে নাযিলকৃত ও তার মনোনীত নয়। এরূপ ধর্মকে সত্যবিশ্বাসে গ্রহণ করে নেওয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা ও তার প্রতি অপবাদ আরোপ করার নামান্তর। আল্লাহ-প্রেরিত কোন নবী এবং তাঁর দ্বারা হিদায়াতপ্রাপ্ত কোন দলের পক্ষে তা করা আদৌ সম্ভব কি? -অনুবাদক
﴾﴿
সূরা আল আ'রাফ, আয়াত ১০৪৩ | মুসলিম বাংলা