আল আ'রাফ

সূরা নং: ৭, আয়াত নং: ৩২

তাফসীর
قُلۡ مَنۡ حَرَّمَ زِیۡنَۃَ اللّٰہِ الَّتِیۡۤ اَخۡرَجَ لِعِبَادِہٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزۡقِ ؕ قُلۡ ہِیَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا خَالِصَۃً یَّوۡمَ الۡقِیٰمَۃِ ؕ کَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ

উচ্চারণ

কুল মান হাররামা ঝীনাতাল্লা-হিল্লাতীআখরাজা-লি‘ইবা-দিহী ওয়াত্তাইয়িবা-তি মিনার রিঝকি কুল হিয়া লিল্লাযীনা আ-মানূফিল হায়া-তিদদুনইয়া-খা-লিসাতাইঁ ইয়াওমাল কিয়া-মাতি কাযা-লিকা নুফাসসিলুল আ-য়া-তি লিকাওমিইঁ ইয়া‘লামূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

বল, আল্লাহ নিজ বান্দাদের জন্য যে শোভার উপকরণ সৃষ্টি করেছেন, কে তা হারাম করেছে? এবং (এমনিভাবে) উৎকৃষ্ট জীবিকার বস্তুসমূহ? ২০ বল, এসব পার্থিব জীবনে মুমিনদের জন্য (এবং) কিয়ামতের দিনে বিশেষভাবে (তাদেরই)। ২১ যারা জ্ঞানকে কাজে লাগায়, তাদের জন্য এভাবেই আমি আয়াতসমূহ বিশদভাবে বিবৃত করি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২০. এটা মূলত মক্কার কাফেরদের একটা কথার উত্তর। তারা বলত, আমাদের প্রচলিত নিয়ম যদি আল্লাহ তাআলার অপছন্দ হয়, তবে তিনি আমাদেরকে রিযক দিচ্ছেন কেন? উত্তর দেওয়া হয়েছে, মৌলিকভাবে পার্থিব নি‘আমতরাজি মু‘মিনদের জন্যই সৃষ্টি করা হয়েছে, যাতে তারা এসব দ্বারা উপকৃত হয়ে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জানাতে ও তাঁর ইবাদত-আনুগত্যে মশগুল থাকতে পারে। এ হিসেবে কাফের ও অবাধ্যদের এসব নি‘আমত ভোগ করার কোন অধিকার থাকে না। কিন্তু তারপরও আল্লাহ তা‘আলা তাঁর অফুরন্ত দয়ায় ইহজগতে রিযকের দস্তরখান সকলের জন্য অবারিত রেখেছেন এবং বাহ্যত এতে মুমিন-কাফিরের কোনও ভেদাভেদ নেই। কিন্তু আখিরাতে এসব নি‘আমত কেবল মুমিনগণই ভোগ করবে। সুতরাং দুনিয়ায় কারও প্রাচুর্য দেখে মনে করা উচিত নয় যে, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির নির্দেশক এবং সে আখিরাতেও এ রকম প্রাচুর্য লাভ করবে।
﴾﴿
সূরা আল আ'রাফ, আয়াত ৯৮৬ | মুসলিম বাংলা