আমি তাদের অধিকাংশের ভেতরই অঙ্গীকার নিষ্ঠা পাইনি। ৫৮ প্রকৃতপক্ষে আমি তাদের অধিকাংশকেই পেয়েছি অবাধ্য।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫৮. অর্থাৎ তাদেরকে যে স্বভাবধর্ম তথা আল্লাহর প্রতি আনুগত্যের মানসিকতার উপর সৃষ্টি করা হয়েছিল এবং যার প্রতিশ্রুতি তাদের থেকে রূহানী জগতে নেওয়া হয়েছিল, তা রক্ষার কোন ইচ্ছা ও আগ্রহ তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি। এমনিভাবে মসিবতকালে তারা যে ঈমান আনার ও ভালো মানুষ হয়ে যাওয়ার অঙ্গীকার করে এবং পারস্পরিক কাজ-কর্ম ও লেনদেনের ক্ষেত্রে যে সব অঙ্গীকারে আবদ্ধ হয়, তা রক্ষারও কোন গরজ তাদের মধ্যে দেখা যায়নি; বরং সকল ক্ষেত্রেই তারা কেবল অবাধ্যতাই করেছে। (-অনুবাদক)