অর্থঃ
মুফতী তাকী উসমানী
হে মুমিনগণ! তোমরা অঙ্গীকার পূরণ করো। তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ গবাদি পশু (ও তদসদৃশ জন্তু), ১ সেইগুলি ছাড়া যা তোমাদেরকে পড়ে শোনানো হবে, ২ তবে তোমরা যখন ইহরাম অবস্থায় থাকবে, তখন শিকার করাকে বৈধ মনে করো না। ৩ আল্লাহ যা ইচ্ছা করেন আদেশ দান করেন। ৪
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
১. ‘বাহীমা’ বলতে যে-কোনও চার পা বিশিষ্ট প্রাণীকে বোঝায়, কিন্তু তার মধ্যে হালাল কেবল গৃহপালিত (বা গবাদি) পশু, অর্থাৎ গরু, উট, ছাগল, ভেড়া অথবা যে-গুলো গবাদি পশুর সাথে সাদৃশ্যপূর্ণ, যেমন হরিণ, নীল গাই ইত্যাদি।