অর্থঃ
মুফতী তাকী উসমানী
হে মুমিনগণ! তোমরা অঙ্গীকার পূরণ করো। তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ গবাদি পশু (ও তদসদৃশ জন্তু), ১ সেইগুলি ছাড়া যা তোমাদেরকে পড়ে শোনানো হবে, ২ তবে তোমরা যখন ইহরাম অবস্থায় থাকবে, তখন শিকার করাকে বৈধ মনে করো না। ৩ আল্লাহ যা ইচ্ছা করেন আদেশ দান করেন। ৪