আন নিসা

সূরা নং: ৪, আয়াত নং: ৭০

তাফসীর
ذٰلِکَ الۡفَضۡلُ مِنَ اللّٰہِ ؕ  وَکَفٰی بِاللّٰہِ عَلِیۡمًا ٪

উচ্চারণ

যা-লিকাল ফাদলুমিনাল্লা-হি ওয়াকাফা-বিল্লা-হি ‘আলীমা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

এটা কেবলই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব। আর (মানুষের অবস্থাদি সম্পর্কে) পরিপূর্ণ ওয়াকিবহাল হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। ৫৪

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৪. অর্থাৎ তিনি কাউকে না জেনে এ অনুগ্রহ দান করেন না। বরং প্রত্যেকের অবস্থা সম্পর্কে অবগত থেকেই দান করেন।
সূরা আন নিসা, আয়াত ৫৬৩ | মুসলিম বাংলা