যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, তারা সেই সকল লোকের সঙ্গে থাকবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দীকগণ, ৫১ শহীদগণ ও সালিহগণের ৫২ সঙ্গে। কতই না উত্তম সঙ্গী তারা! ৫৩
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫১. সিদ্দীক বলা হয় এমন লোককে, যে নবীর দাওয়াত পাওয়া মাত্র বিনাবাক্যে মেনে নেয়, কোনও রকম গড়িমসি করে না ও কালক্ষেপণ করে না। -অনুবাদক