আন নিসা

সূরা নং: ৪, আয়াত নং: ২৮

তাফসীর
یُرِیۡدُ اللّٰہُ اَنۡ یُّخَفِّفَ عَنۡکُمۡ ۚ وَخُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا

উচ্চারণ

ইউরীদুল্লা-হু আইঁ ইউখাফফিফা ‘আনকুম ওয়া খুলিকাল ইনছা-নুদা‘ঈফা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

আল্লাহ তোমাদের ভার লাঘব করতে চান। মানুষকে দুর্বলরূপে সৃষ্টি করা হয়েছে। ২৭

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৭. অর্থাৎ কামপ্রবৃত্তির মুকাবিলা করার ক্ষেত্রে মানুষ সহজাতভাবেই দুর্বল। তাই আল্লাহ তাআলা এ চাহিদা জায়েয পন্থায় পূরণ করতে বাধা দেননি; বরং তার জন্য বিবাহকে সহজ করে দিয়েছেন। (এবং তোমাদের প্রতি শরীআতের বিধানাবলীকে আসান করে দিয়েছেন)।
﴾﴿