আন নিসা

সূরা নং: ৪, আয়াত নং: ১২০

তাফসীর
یَعِدُہُمۡ وَیُمَنِّیۡہِمۡ ؕ وَمَا یَعِدُہُمُ الشَّیۡطٰنُ اِلَّا غُرُوۡرًا

উচ্চারণ

ইয়া‘ইদূ হুম ওয়া ইউমান্নীহিম ওয়ামা-ইয়া‘ইদুহুমশশাইতা-নুইল্লা-গুরূরা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

সে তো তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশা-আকাঙ্ক্ষায় লিপ্ত করে। ৮৫ (প্রকৃতপক্ষে) শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতিই দেয়, তা ধোঁকা ছাড়া কিছুই নয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৮৫. অর্থাৎ শয়তান তার অনুসারীদের প্রতিশ্রুতি দেয় যে, আমি তোমাদের সাহায্য করব। ফলে তোমরাই জয়যুক্ত হবে ও সফলতা লাভ করবে, আর আশা দেয় যে, অনেক দিন বাঁচবে, অনেক অর্থ-সম্পদ লাভ করবে, যত পাপই কর না কেন তাতে ক্ষতি নেই, আল্লাহ ক্ষমা করে দেবেন এবং অবশ্যই তোমরা জান্নাতে যাবে। -অনুবাদক