আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ৬০

তাফসীর
اَلۡحَقُّ مِنۡ رَّبِّکَ فَلَا تَکُنۡ مِّنَ الۡمُمۡتَرِیۡنَ

উচ্চারণ

আলহাক্কুমিররাব্বিকা ফালা-তাকুম মিনাল মুমতারীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

সত্য সেটাই, যা তোমার প্রতিপালকের পক্ষ হতে এসেছে। সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।
﴾﴿