অতঃপর যখন তার কন্যা সন্তান জন্মগ্রহণ করল তখন সে (আক্ষেপ করে) বলল, ‘হে আমার প্রতিপালক! আমি যে কন্যা সন্তান জন্ম দিলাম! ১৫ অথচ আল্লাহ ভালো করেই জানেন, তার কী জন্ম নিয়েছে। আর ‘ছেলে তো মেয়ের মত হয় না’। ১৬ আমি তার নাম রাখলাম মারয়াম এবং তাকে ও তার বংশধরগণকে অভিশপ্ত শয়তান থেকে হেফাজতের জন্য তোমার আশ্রয়ে অর্পণ করলাম।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৫. তাঁর এ আক্ষেপের কারণ, তিনি যে কাজের জন্য মানত করেছিলেন, তখনকার রেওয়াজ অনুযায়ী কন্যা সন্তানকে সেজন্য গ্রহণ করা হত না। -অনুবাদক