(সুতরাং দু‘আ শ্রবণ-সংক্রান্ত সেই ঘটনা স্মরণ কর) যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক! আমার গর্ভে যে শিশু আছে, তাকে সকল কাজ থেকে মুক্ত রেখে তোমার জন্য উৎসর্গ করলাম। ১৪ সুতরাং তুমি আমার পক্ষ হতে তা কবুল কর। নিশ্চয়ই তুমি (সকল কিছু) শোন ও (সকল বিষয়ে) জান।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৪. অর্থাৎ যে পার্থিব সকল কাজকর্ম হতে মুক্ত থেকে কেবল তোমার ইবাদত-বন্দেগী ও ইবাদতখানা (বায়তুল-মুকাদ্দাস)-এর সেবায় নিয়োজিত থাকবে। -অনুবাদক