আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ১১

তাফসীর
وَقَالَتۡ لِاُخۡتِہٖ قُصِّیۡہِ ۫  فَبَصُرَتۡ بِہٖ عَنۡ جُنُبٍ وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ۙ

উচ্চারণ

ওয়া কা-লাত লিউখতিহী কুসসীহি ফাবাসুরাত বিহী ‘আন জুনুবিওঁ ওয়াহুম লাইয়াশ‘উরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

সে মূসার বোনকে বলল, শিশুটির একটু খোঁজ নাও। সে তাকে দূর থেকে এমনভাবে দেখছিল যে, তারা টের পাচ্ছিল না।
﴾﴿