অর্থঃ
মুফতী তাকী উসমানী
এবং (স্মরণ কর) যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছিলাম এবং এভাবে তোমাদের সকলকে রক্ষা করেছিলাম এবং ফির‘আউনের লোকজনকে (সাগরে) নিমজ্জিত করেছিলাম। ৪৫ আর তোমরা এসব দৃশ্য প্রত্যক্ষ করছিলে।
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
৪৫. এ ঘটনাও উপরিউক্ত সূরা দু’টিতে বিস্তারিত বর্ণিত হয়েছে।