মুসলিম বাংলা
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
অন্যান্য
ডোনেশন
ডাউনলোড
২. আল বাকারা ( আয়াত নং - ৫০ )
وَاِذۡ فَرَقۡنَا بِکُمُ الۡبَحۡرَ فَاَنۡجَیۡنٰکُمۡ وَاَغۡرَقۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ
ওয়া ইযফারাকনা-বিকুমুল বাহরা ফাআনজাইনা-কুমওয়াআগরাকনাআ-লা ফির ‘আওনা ওয়া আনতুম তানজুরূন।
অর্থঃ
মুফতী তাকী উসমানী
এবং (স্মরণ কর) যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছিলাম এবং এভাবে তোমাদের সকলকে রক্ষা করেছিলাম এবং ফির‘আউনের লোকজনকে (সাগরে) নিমজ্জিত করেছিলাম।
৪৫
আর তোমরা এসব দৃশ্য প্রত্যক্ষ করছিলে।
তাফসীরে ইবনে কাছীর
তাফসীরে মাআ'রিফুল কুরআন
তাফসীর (মুফতী তাকী উসমানী)
Tafsir Ibn Katheer
Tafsir Ma'ariful Quran