যে ব্যক্তি সে ওসিয়ত শোনার পর তাতে কোনও রদ-বদল করবে, তার গুনাহ তাদের উপরই বর্তাবে যারা তাতে রদ-বদল করবে। ১২৭ নিশ্চয়ই আল্লাহ (সবকিছু) শোনেন ও জানেন।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১২৭. অর্থাৎ যে সকল লোক মুমূর্ষু ব্যক্তির মুখ থেকে কোনও ওসিয়ত শুনেছে, তাদের পক্ষে সে ওসিয়তে কোনও রকমের কম-বেশি করা কিছুতেই জায়েয নয়। তার পরিবর্তে তাদের কর্তব্য, ওসিয়তকারী যা বলেছে ঠিক সেই অনুযায়ী কাজ করা।